মালদা

মহরমের শোভাযাত্রায় দরকার পড়ে না অনুমতি পত্র কিন্তু রামনবমীর শোভাযাত্রায় দরকার পড়ে প্রশাসনের অনুমতি পত্র

উত্তরপ্রদেশে BJP-এর বড় সাফল্যের পর এবার পাখির চোখ পশ্চিমবঙ্গে। তাই সর্ব শক্তি দিয়ে ঝাপিয়ে পড়তে প্রস্তুত বিজেপি। আর মঙ্গলবার BJP-এর সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এর সূচনা করল উত্তরবঙ্গের নকশালবাড়ি থেকে। নকশাল বাড়ির একমাত্র বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে বৈঠক করে, কখনো লোকের বাড়ি বাড়ি গিয়ে কথা বলে ও তাদের কথা শুনে জন সংযোগ তৈরি করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন অমিত শাহ, এর ফাঁকে মধ্যাহ্ন ভোজন করলেন আদিবাসীর বাড়ির বারান্দায় বসে কলাপাতাতে একে বাড়ে বাঙালী আনায়। আর এই কর্মসূচীতে যোগ দিতে যাবার সময় পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ ও কেন্দ্রীয় বিজেপির নেতা কৈলাশ বিজয় বর্গী মালদা স্টেশনে দাড়িয়ে সাধারন মানুষকে যা বার্তা দিল তাতে তারা নিশ্চিত আগামীতে বাংলায় সরকার গড়ছে BJP এবং বীরভূমে রাম নবমীর শোভাযাত্রায় পুলিশ যে ভাবে লাঠি চার্চ করেছে তার জবাব দিবে সাধারন মানুষ।